মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
শেরপুরের নকলা উপজেলার কায়দা গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক হলেন আলহাজ নুরুল আমিন (৮০)। তাঁর বাড়ি কায়দা গ্রামে।
নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম জানান, সকালে প্রাতঃভ্রমণের সময় একটি মোটরসাইকেল পেছন থেকে নুরুল আমিনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে নকলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নকলা থানায় কোনো মামলা হয়নি।