টিন কেটে চুরি, দৃশ্য সিসি ক্যামেরায়!
মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট বাজারে একটি মুদি দোকানের টিনের চাল কেটে ১২ লাখ টাকা চুরি করেছে এক যুবক। আর এ দৃশ্য ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায়। গতকাল বুধবার রাত ১০টা ১৩ মিনিট থেকে ১০টা ২৭ মিনিট পর্যন্ত চুরির ঘটনা ঘটে বলে সিসি ক্যামেরায় দেখা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে মুন্সীরহাট বাজারে গিয়ে দেখা যায়, শাহজালাল স্টোরের সামনে ভিড়। দোকানের মালিক মো. শাহজালাল কাটা টিনের সামনে বিরস মুখে দাঁড়িয়ে ছিলেন। দোকানে রাখা টেলিভিশনে সিসি ক্যামেরায় ধারণ করা দৃশ্য দেখাচ্ছিলেন।
শাহজালাল দাবি করেন, চোর দোকানের সিন্দুকের তালা ভেঙে ১০ লাখ ও ক্যাশ বাক্স ভেঙে দুই লাখ টাকাসহ ১২ লাখ টাকা চুরি করেছে। টাকা একটি ছালার ব্যাগে ভর্তি করে পালিয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সবুর খান জানান, পুলিশ ওই মুদি দোকানে গিয়ে প্রাথমিক তদন্ত শেষ করেছে। সিসি ক্যামেরায় চোরের চেহারা পরিষ্কারভাবে ফুটে উঠেছে।
তবে চোরকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মুদি দোকানের মালিক মুন্সীগঞ্জ পৌরসভার রমজান বেগ এলাকার বাসিন্দা শাহজালাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।