ফরিদগঞ্জের ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে পুনর্নির্বাচনের দাবি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জি এম হাসান তাবাচ্ছুম এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুল হক ভূঁইয়া ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর নির্দেশে তাঁদের অনুসারী নেতাকর্মী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেয়। বিভিন্ন কেন্দ্র দখল করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের আনারস মার্কার পক্ষে সিল মারা হয়। তাই এরই প্রতিবাদে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়।’ এই ইউনিয়নে হারুন অর রশিদ জয়ী হয়েছেন।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইকরাম চৌধুরী, শাহ মো. মাকছুদুল আলম, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান খান প্রমুখ।