শেরপুরে নবজাতকের মৃতদেহ উদ্ধার
শেরপুর শহর থেকে এক নবজাতক কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শহরের নারায়ণপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের ড্রেন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম এনটিভি অনলাইনকে বলেন, ‘সকালে এলাকার লোকজন জানান, এটিআইর সামনের ড্রেনে এক কন্যা নবজাতকের লাশ ভাসছে। পরে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।’