নরসিংদী জেলা পরিষদ ডিজিটাল সেন্টার উদ্বোধন
তথ্য ও প্রযুক্তি খাতে সব শ্রেণির মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে জেলা পরিষদ ডিজিটাল সেন্টার (জেডপিডিসি) চালু করেছে নরসিংদী জেলা পরিষদ।
মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ ভবনের ১০৬ নম্বর কক্ষে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আসাদোজ্জামান।
প্রাথমিকভাবে কম্পিউটার কম্পোজ, ই-মেইল গ্রহণ-প্রেরণ, পর্চার আবেদন, ইন্টারনেট ব্রাউজিং, ভিসা চেকিংসহ ১৪ রকমের সেবা প্রদান করবে এবং পর্যায়ক্রমে প্রায় ১০৫টি সেবা দেবে এই ডিজিটাল সেন্টার।
নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমানের (উপসচিব) সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. সহিদুর রহমান মিয়া, যুগান্তর স্বজন সমাবেশ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান খোকন প্রমুখ।