ফেনীতে মাদক ধ্বংস, মূল্য পাঁচ কোটি
ফেনীতে পাঁচ কোটি টাকার অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করেছে ৪ নং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার দুপুরে জয়লস্কর বিজিবি সদর দপ্তরে বিভিন্ন সময়ে চোরাচালানবিরোধী অভিযানে জব্দ এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে আছে- ভারতীয় বোতলজাত মদ, ভারতীয় ফেনসিডিল, বিয়ার, সিরাপ, গাঁজা, বাংলা মদসহ বিভিন্ন প্রকার নেশার বড়ি।
এর আগে মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ বলেন, ‘মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করার এক ধরনের অস্ত্রবিশেষ। মাদকের ভয়াবহ মরণ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করা পবিত্র দায়িত্ব সবার। তাই দেশের যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করার জন্য মাদকবিরোধী অভিযান সফল করে তোলার জন্য জোরালোভাবে সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’
৪ নং বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা জোনের সেক্টর কমান্ডার কর্নেল আহসানুজ্জামান। এ ছাড়া ফেনীর জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক, মেজর মো. কাজী ওবায়েদুর রেজাও সমাবেশ বক্তব্য দেন।
এ সময় ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সামরিক- বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।