খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক
আগামী ১৫ মে সকাল ৬টা থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা থেকে আজ বুধবার বিকেল ৩টায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের মালিক ও চালকের বিরুদ্ধে ১৩ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়।
সভার প্রধান অতিথি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুর রহিম বক্স দুদু এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই সভার আহ্বান করে।
আবদুর রহিম বক্স বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দেশের প্রচলিত আইনে ২০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। সেটা হলে আমরা অবশ্যই তা মেনে নেব। কিন্ত, বিশেষজনের জন্য বিশেষ আইন করে ক্ষতিপূরণ চাইলে তা মেনে নেব না।’
আবদুর রহিম বক্স আরো বলেন, ‘আমরা ২০ হাজার টাকার একটি টাকাও বেশি দিতে রাজি নই। আপনারা আইন করুন, তারপর দেব। কিন্তু বিশেষজনের জন্য বিশেষ আইন করে ক্ষতিপূরণ চাইলে তা মেনে নেব না। আমরা আইনকে মানি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। দুর্ঘটনার মামলা দুর্ঘটনার আইনে বিচার হতে হবে। কোনো পেশিশক্তি যদি জোর জবরদস্তি করে জেল দিতে চায়, অন্যায় সিদ্ধান্ত চাপায় তাহলে সড়ক ফেডারেশন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিদ্ধান্ত নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেশ অচল করে দেওয়া হবে।’
আবদুর রহিম বক্স বলেন, ‘আরিচা রোডে ডিভাইডার তৈরির পর দুর্ঘটনা হয় না। প্রকৌশলীদের ভুলের কারণে দুর্ঘটনা ঘটলেও তাঁদের আসামি করা হয় না। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলন করছেন। আমরাও চাই নিরাপদ সড়ক হোক। পদ্মা সেতু তৈরির আগে রোড ডিভাইডার তৈরি করুন। রোড ডিভাইডার না হলে দুর্ঘটনায় আরো বেশি লোক মারা যাবে। সরকার ইচ্ছে করলেই দুর্ঘটনা কমাতে পারে। আমরা চাই না দুর্ঘটনায় কোনো মানুষ মারা যাক।’
চুয়াডাঙ্গা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দক্ষিণবঙ্গ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রমেন মণ্ডল, মাগুরা বাস-মিনিবাস মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের মালিক মজিবুল হক খোকন, ঝিনাইদহের বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর, শ্রমিক নেতা আবু সাঈদ, একরামুল হক, মেহেরপুরের শ্রমিক নেতা আহসান হাবীব সোনা প্রমুখ।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের সংঘর্ষে ঘটনাস্থলেই বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজীসহ পরিবারের সদস্যরা বাদী হয়ে মানিকগঞ্জ আদালতে মামলা করেন।