স্বাধীনতা দিবসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরন
স্বাধীনতা দিবসে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বনসেমন্ত গ্রামে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার দুইদিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরনের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগের পদ্মা ডায়াগনোষ্টিক সেন্টার ও বনসেমন্ত নব জাগরন সংঘ নামে সংগঠনের যৌথ এ উদ্যোগে গতকাল দুই হাজার নারী-পুরুষ-শিশুকে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
ডা. অধ্যাপক একেএম শরীফুল ইসলাম ও ডা. আমিরুজ্জামান সুমনের সমন্বয়ে ১১ জনের চিকিৎসক টিম রোগীদের চিকিৎসা সেবা দেয়। এ সময় উপস্থিত ছিলেন- পদ্মা ডায়াগনোষ্টিক সেন্টারের পরিচালক কাইয়ুম খান।