চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত
চট্টগ্রামে বায়েজিদ থানা এলাকার আরেফিননগরে অগ্নিদগ্ধ হয়ে আবদুল আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, রাতে আরেফিননগরে আগুনের খবর পেয়ে বাহিনীর দুটি স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরই মধ্যে ওই এলাকার চারটি ঘর পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।