মানিকগঞ্জে আদালতে বোমা বিস্ফোরণের হুমকিদাতা আটক
মানিকগঞ্জের আদালতে বিচারকদের এজলাসে বোমা বিস্ফোরণের হুমকিদাতা কামরুজ্জামান ওরফে কামরুল হাসানকে (৩৫) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তাঁকে আটক করে।
কামরুল হাসান মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের প্রয়াত জহির উদ্দিন আহম্মেদের ছেলে।
আজ শুক্রবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৯ মার্চ আদালতে বিচারকার্য চলাকালীন বোমা মারার হুমকি দেন কামরুল। গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গতকাল বৃহস্পতিবার দুপুরে বেতিলা বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক কামরুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
গত ১৯ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিধান ত্রিপুরা ও জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহীনুল আলমের মোবাইল ফোনে আসা একটি খুদে বার্তায় বিচারকদের এজলাসে বোমা বিস্ফোরণের হুমকি দেন কামরুল হাসান। এর পর থেকে পুলিশ আদালতসহ পুরো এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। ওই দিন আদালতের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।