মানিকগঞ্জে নাশকতায় জড়িত সন্দেহে আটক ৬
মানিকগঞ্জে নাশকতায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলায় আরো ২৪ জনকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিএসবি) মাহবুব আলম জানান, ২০-দলীয় জোটের চলমান অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গত ২৪ ঘণ্টায় বিএনপির ছয়জনকে আটক করা হয়। তাঁরা হলেন সদর থানা এলাকার রিদয় (২০), শরিফুল ইসলাম (১৯), মো. আল-আমিন (১৮), জনি (২০), মো. আশ্রাফুজ্জামান (৫২) ও সিংগাইর থানা এলাকায় জাফর (২৫) । তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।