নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেন।
ধর্ষণের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার কিশোরীর নিজ বাড়িতে। পরিবারের অভিযোগ, ইসমাইল (৩০) নামের যুবক কিশোরীকে ধর্ষণ করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর বাবা-মা বাড়িতে ছিলেন না। ওই সময় ইসমাইল পানি পান করতে চান কিশোরীর কাছে। পানির গ্লাস দেওয়ার সময় ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে ফেলেন ইসমাইল। এরপর কিশোরীকে ধর্ষণ করেন তিনি। পরে কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গেলে ইসমাইল পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিপ্লব কুমার দত্ত বলেন, মেডিকেল পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক গা-ঢাকা দিয়েছেন। তাঁকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।