রডের বদলে বাঁশ, দেখতে গেল সংসদীয় স্থায়ী কমিটি
চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ তদন্ত করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ শুক্রবার দুপুরে কমিটির সভাপতি মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের কমিটি ভবন পরিদর্শন করে।
কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য নুরুল ইসলাম, অ্যাডভোকেট উম্মে কুলসুম ও রেজাউল করিম তানসেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন, সংসদ সচিবালয়ের উপসচিব মফিজুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহেদুন্নবী, স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তা আহমেদ বশির উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অমিত কুমার দেব।
প্রতিনিধিদলের প্রধান সংসদ সদস্য মকবুল হোসেন বলেন, ‘ভবন নির্মাণে আমরা কী দেখলাম, কী পেলাম, কী শুনলাম, তা আমরা দেশের মানুষকে জানাব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হবে, ততক্ষণ সিলগালা থাকবে।’
প্রতিনিধিদলের সদস্য রেজাউল করিম তানসেন বলেন, ‘যিনিই দোষ করুক, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৭ এপ্রিল দর্শনায় রডের বদলে বাঁশ দিয়ে ভবন নির্মাণের অভিযোগে সত্যতা পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নির্মাণকাজ বন্ধ করে দেয়। এর পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। সৌমেন সাহার নেতৃত্বে তিন সদস্য এবং কৃষি মন্ত্রণালয় থেকে উপপ্রধান মাহবুবুল হক পাটোয়ারীর নেতৃত্বে আরো একটি দল ভবন পরিদর্শন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মেরিনা জেবুন্নাহার বাদী হয়ে চারজনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। অভিযোগের ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিন কর্মকর্তাকে বিভাগীয় শাস্তি দিয়েছে। এর পর কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিনিধিদল পরিদর্শনে এলো।