নরসিংদীতে পিকআপচাপায় ২ শিশু নিহত
নরসিংদীর শিবপুর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় দুই শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শিবপুর-ইটাখোলা সড়কের বান্দারদিয়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো বান্দারদিয়ার বাতেন মিয়ার ছেলে শরীফ (১২) ও আবদুল মালেকের ছেলে রিপন (১১)।
শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবপুরের বান্দারদিয়া বাজার থেকে শিশু দুটি বিকেলে বাড়ি ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের চালক তাদের চাপা দিয়ে গাড়ি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে থানায় নিয়ে যান।