নরসিংদীতে বৃষ্টির জন্য ‘মেঘ খেলা’
বৈশাখের অর্ধেক সময় পেরিয়ে গেলেও আকাশে নেই মেঘের ঘনঘটা, নেই বৃষ্টির পরশ। প্রচণ্ড দাবদাহে পুড়ছে গোটা দেশ। অসহনীয় গরম আর নিয়মিত দীর্ঘ বৈদ্যুতিক লোডশেডিংয়ে কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে বেড়েছে রোগ-বালাই। তাই তো গ্রামগঞ্জে বৃষ্টির জন্য উদযাপিত হচ্ছে ‘মেঘ খেলা’।
আজ শুক্রবার বেলা ১১টায় নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাঙালিনগর গ্রামে মেঘের জন্য ‘মেঘ খেলা’পরিবেশন হয়।
‘মেঘ খেলা’ গ্রাম-বাংলার একটি আদি লোকজ সংস্কৃতি। আকাশে মেঘ কিংবা বৃষ্টির প্রত্যাশায় কুনো ব্যাঙ, ধান, সরষে, গরুর হাড় আর দূর্বাঘাস কুলায় নিয়ে মা তাঁর একমাত্র সন্তানের মাথায় দিয়ে ‘আল্লাহ মেঘ দে পানি দে- ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে...’ গান গায়। গ্রাম-বাংলার এই ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির তালে তালে মেঘ খেলার আনন্দে গান নিয়ে মেতে ওঠে অবুঝ শিশু-কিশোররাও।