শেরপুরে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টার অভিযোগ বিজয়ী প্রার্থীর
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে বিতর্কিত করার অভিযোগ করেছেন শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নে জাতীয় পার্টির বিজয়ী প্রার্থী আবদুর রউফ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর শহরের খড়মপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে বিজয়ী আবদুর রউফ এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে আবদুর রউফের বাবা ও জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিন এবং জাতীয় পার্টির জেলা নেতারা উপস্থিত ছিলেন।
গত বুধবার শেরপুরের স্থানীয় একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে চর পক্ষীমারী ইউনিয়নের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন ভোট কারচুপি ও প্রশাসনের বিরুদ্ধে বৈরী আচরণের অভিযোগ তুলে তিনটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
ওই সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতেই গতকাল জাতীয় পার্টির বিজয়ী প্রার্থী আবদুর রউফ এই সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে লিখিত বক্তব্যে রউফ জানান, ‘চর পক্ষীমারীর সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন নির্বাচনের আগে মামলা করে নির্বাচন স্থগিত করার মাধ্যমে বিনা ভোটে চেয়ারম্যান থাকতে চেয়েছিলেন। কিন্তু আদালতের রায়ে তা সম্ভব হয়নি। এরপর তিনি নির্বাচনের আগের রাতে সাতপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখল করে ব্যালটে সিল মারতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসনের দৃঢ়তার কারণে তা হয়ে ওঠেনি।’
রউফ আরো বলেন, ‘তাঁর (আকবর হোসেন) সমর্থকদের বাড়িতে আগুন দিয়ে এবং নানাভাবে নির্বাচনকে প্রভাবিত না করতে পেরে অবশেষে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী।’