আমরা এখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি
পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেছেন, ‘বাঙালি বীরের জাতি, এ জাতি হার মানতে জানে না। বিশ্বের বুকে এখন আমরা গরিব দেশ হিসেবে থেমে নেই। প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে আমরা এখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি।’
আজ শনিবার সকালে নরসিংদীর বিরামপুরে ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক। মোস্তফা আজিজুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার শওকত আলী, অধ্যক্ষ আহাম্মদ এনামুল করিম, অধ্যাপক ফজলুল হক মিলনসহ অন্যরা।
নজরুল ইসলাম বলেন, ‘মাধবদীসহ গোটা নরসিংদীতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলে এখানকার ব্যবসায়ীরা যেভাবে অর্থনৈতিক সফলতা অর্জন করেছে তাতে আমরা গর্বিত। এতে শুধু আমরা নরসিংদীবাসী নই, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজোদ্বীপ্ত অবস্থান ও বলিষ্ঠ নেতৃত্বে ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশের স্বীকৃতি লাভ করব।’
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।