টাঙ্গাইলে স্থগিত ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রোববার সকালে টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়নের ভোটাররা এ মানববন্ধন করেন।
এলাকাবাসী জানায়, আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে চরাঞ্চলের চারটি ইউনিয়ন- মামুদনগর, কাতুলী, কাকুয়া ও ছিলিমপুর ইউনিয়নের ভোটগ্রহণ নদীভাঙন ও সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কারণে উচ্চ আদালতে মামলা থাকায় স্থগিত করা হয়। এ কারণে আগামী ৪ জুন এ চারটি ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে না।
এ ঘটনায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত জাহানসহ তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম জানান, নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন পাঠানোর কথা বলা হয়েছে।