মাইক্রো উল্টে খাদে, পাঁচ পুলিশসহ আহত ছয়
নাটোরে মাইক্রোবাস উল্টে খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) আমীর হামজা (৬৫), কনস্টেবল আরিফ হোসেন (২৭), রিপন (২৬), হেকমত (২৮), ইয়াছিন (২৮) ও মাইক্রোবাসের চালক আবু হানিফ (২৬)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, এসআই আমীর হামজার নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাঁচ সদস্য মাইক্রোবাসে করে কুষ্টিয়া থেকে বগুড়ায় যাচ্ছিলেন। মাইক্রোটি বাঁশের ব্রিজ এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালক ছাড়াও পাঁচ পুলিশ সদস্য আহত হন।
খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাঁদের মধ্যে পুলিশ সদস্যদের রাজশাহী ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং মাইক্রোবাসের চালককে সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।