টাঙ্গাইলে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ
টাঙ্গাইলে যৌতুকের কারণে গৃহবধূ হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. শরিফুদ্দিন আহমেদ এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম নাসির উদ্দিন। তিনি মধুপুর উপজেলার কাইতকাইত গ্রামের মেছের আলীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দণ্ডিত ব্যক্তি নাসির উদ্দিন বিয়ের পর থেকেই স্ত্রীর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুকের টাকা না পেয়ে ২০১২ সালের ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কাইতকাইত গ্রামের নিজ বাড়িতে স্ত্রী নূরজাহান বেগমকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা জিয়াউল হক বাদী হয়ে ঘটনার পরদিন ৩ সেপ্টেম্বর মধুপুর থানায় মেয়ের স্বামী নাসির উদ্দিনসহ চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন বলে মামলার বিবরণে জানা যায়।
নিহতের স্বামী নাসির উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।