গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
গাজীপুরে পৃথক ঘটনায় আজ শুক্রবার নিজ ঘরের বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোশাক শ্রমিকসহ দুজন মারা গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার খন্না নতুন পাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে পোশাকশ্রমিক শুকুর আলী (২৯) ও গাজীপুর শহরের টেকনগরপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৩০)।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. দিদার আলম জানান, গাজীপুর শহরের ভোগড়া এলাকায় আজ শুক্রবার সকাল ১০টার দিকে শুকুর আলী (২৯) বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। শুকুর আলী ভোগড়ার স্টারলাইট সোয়েটার কারখানায় কাজ করতেন। অপরদিকে, একই দিন সকালে গাজীপুর শহরের টেকনগরপাড়া এলাকায় সফিকুল ইসলাম (৩০) নিজের বাড়িতে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা ওই দুজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. রফিকুল ইসলাম তাঁদের মৃত ঘোষণা করেন।