মানিকগঞ্জে ফেনসিডিলসহ আটক ২
মানিকগঞ্জের মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের গতকাল শুক্রবার রাতে পুলিশ ট্রাকে তল্লাশি চালিয়ে ২৩৪ বোতল ফেনসিডিলসহ চালক ও তাঁর সহকারীকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার কাগজপুর গ্রামের ট্রাক চালক মো. ইয়াসিন (২০) ও তাঁর সহকারী ভবারবের গ্রামের আবুল হাসান (১৬)।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, রাতে মুলজান এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। সাড়ে ১০টার দিকে ঢাকার বংশালগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৩৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এগুলো জব্দ করে ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।