নালিতাবাড়ীতে নবনির্বাচিতদের শপথ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১২টি ইউনিয়নে প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে শপথ বাক্য পাঠ করান শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান রিপন, নালিতাবাড়ীর পৌর মেয়র আবু বকর, উপজেলা ভাইস চেয়ারম্যান আসমত আরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক বক্তব্য দেন।