দিনাজপুরে পুলিশের গুলিতে দুই ডাকাত আহত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়েছে একদল ডাকাত। এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছে দুই ডাকাত। তাদের আটক করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার ফুলবাড়ি-রংপুর সড়কের নলশীষা সেতুর ওপর এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই ডাকাত হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাউচণ্ডী (কাজিপাড়া) গ্রামের আজিজার রহমানের ছেলে বাবলু মিয়া (৩০) এবং জামতলী গ্রামের মাহাবুল ইসলামের ছেলে সাগর হোসেন (৪৫)।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নলশীষা সেতুর ওপর গাছ ফেলে দড়ি বেঁধে ডাকাতি করছিল ১৫-১৬ জনের একটি ডাকাতদল। নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশ সেখানে গেলে ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। এতে সাগর এবং বাবলু গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ সাগর এবং বাবলুকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান এসআই মিজান।