চট্টগ্রামে পুড়ে গেছে ১২টি ঘর
চট্টগ্রামের চাঁন্দগাও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাতে পূর্ব ষোলশহর আবু জোহর চৌধুরীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন প্রধান জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১২টি বসতঘর পুরোপুরি পুড়ে গেছে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মী জাহেদুর রহমান আহত হয়েছেন।
চৌধুরী বাড়ির বাসিন্দা আলী চৌধুরী জানান, রাত সাড়ে ৯ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ছবি নেই। আগুনের লোগো বা চট্টগ্রামের ম্যাপ দেওয়া যেতে পারে।