রায়পুরায় বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ফকরুল ইসলাম নির্বাচন বর্জন করেছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ফকরুল। এ সময় নীলনকশা ও প্রহসনের নির্বাচন বাতিল করে নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে ফকরুল ইসলাম বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকরা প্রতিনিয়িত আমার নেতাকর্মী ও সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়াসহ ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তাদের বাধার মুখে গণসংযোগ চালানো যাচ্ছে না। প্রচার চালাতে গিয়ে আমাদের কর্মীরা তাদের রোষানলের শিকার হচ্ছে। কোথাও কোথাও লাঞ্ছনার ঘটনাও ঘটছে। থানা পুলিশ ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলেও তা তারা আমলে নিচ্ছে না। সব কিছু মিলিয়ে নির্বাচনে সুষ্ঠু পরিবেশের অভাব, কর্মী-সমর্থকদের নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’