জামালপুরে দুই প্রিসাইডিং অফিসার আটক
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকালে ভোট গ্রহণ শুরুর আগেই প্রিসাইডিং অফিসারের সহায়তায় সরকারদলীয় প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগে ভোট গ্রহণ স্থগিত রেখে দুই প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং আফচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণের প্রস্তুতি চলছিল। এ সময় সিল মারা ব্যালট দেখে ভোট গ্রহণ বন্ধ করা হয়। উল্লেখ দুটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার যথাক্রমে মো. আনিসুজ্জামান ও এ কে এম আকরামুজ্জানকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল বলেন, ভোট গ্রহণের আগেই প্রিসাইডিং অফিসারের সহায়তায় সরকারদলীয় প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগে ভোট গ্রহণ বন্ধ করা হয়।