ফেনীর শুভপুরে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ চার
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রর বাইরে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরো কয়েকজন আহত হয়েছ্নে বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ভোটকেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুভপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার পদপ্রার্থী শাহজাহান ও আনোয়ারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়। আরো কয়েক জন আহত হয়েছে। তাদের প্রথম দিকে ছাগলনাইয়া স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। গুলিবিদ্ধ কয়েকজনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।