মুন্সীগঞ্জে পুলিশকে মারধর, জাল ভোটের চেষ্টা
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতিতে বাধা দিলে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের মিল্কিপাড়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীবকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বিষয়টি জানিয়েছেন।
পুলিশের ওপর হামলা, জাল ভোট ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আওয়ামী লীগের সমর্থক মো. সাদ্দামকে (২৬) তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ছাড়া কাজী কসবা ভোটকেন্দ্রে সহিংসতার ঠেকাতে পুলিশ গুলি ছুড়েছে বলে জানা গেছে। রামপাল ইউপির দুই ভোটকেন্দ্রে ১৫টি গুলি ছুড়েছে পুলিশ।