মুন্সীগঞ্জে বিএনপির ৪৫ কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা
ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের অভিযোগ এনে মুন্সীগঞ্জে ছাত্রদল ও যুবদলের ৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। আজ সোমবার সদর ও সিরাজদিখান থানায় এ দুটি মামলা করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কাদির সৈকত এনটিভিকে জানান, গত রোববার রাতে শহরের খালইস্ট এলাকাসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় এসআই সাহেদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। এতে ছাত্রদলের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে রোববার রাতে দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এসআই মো. মহসিন বাদী হয়ে যুবদলের কেন্দ্রীয় সদস্য সোহেল আহম্মেদসহ যুবদল ও ছাত্রদলের ২০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন।