মানিকগঞ্জে ‘শিক্ষার জন্য আন্দোলন’ গ্রন্থের প্রকাশনা উৎসব
মানিকগঞ্জে অধ্যক্ষ আকমল হোসেনের প্রবন্ধ গ্রন্থ ‘শিক্ষার জন্য আন্দোলন’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের আফরোজা রমজান উচ্চবিদ্যালয়ে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
সাংবাদিক গাজী ওয়াজেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে অতিথি ছিলেন অধ্যক্ষ ইন্তাজ উদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, অধ্যক্ষ আজাহারুল ইসলাম আরজু, মীর মোকসেদুল আলম, শ্যামল কুমার সরকার প্রমুখ।
অধ্যক্ষ আকমল হোসেনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁখই মহব্বতপুর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। এর আগে তিনি দীর্ঘ সময় মানিকগঞ্জের সদর উপজেলার খাবাশপুর আদর্শ ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন। সে জন্য এ এলাকার প্রতিটি মানুষেরর সাথে তাঁর গভীর সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক গাজী ওয়াজেদ আলম। তিনি আরো বলেন, এটি ছিল তাঁর চতুর্থ গ্রন্থের প্রকাশনা উৎসব।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই গ্রন্থে বর্তমান শিক্ষানীতিসহ শিক্ষাবিষয়ক নানা দিক পর্যালোচনা করা হয়েছে। ‘শিক্ষা কোনো সুযোগ নয়,শিক্ষা সবার অধিকার’ এই গ্রন্থে এ অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।