চাঁদপুরে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই
কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ধাওয়া-পাল্টাধাওয়াসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে চাঁদপুরের শাহরাস্তি ও মতলব উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ২০ জন আহত হয়েছে।
শাহরাস্তি চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আবু ইউসুফ পাটওয়ারীর নেতৃত্বে তাঁর কর্মীরা এই ভোটকেন্দ্রটি দখল করে দুটি ব্যালট বই ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর বেলা সাড়ে ৯টায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
সকাল ১০টায় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া তাঁর কর্মীদের নিয়ে পশ্চিম চিতোষী ইউনিয়নের উঘারিয়া কেন্দ্র দখল করে। এ সময় বিজিবি, র্যাব, পুলিশের সঙ্গে কেন্দ্র দখলকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ১০ জন আহত হয়। এদিকে এই ইউনিয়নের হারিয়া নূরানী মাদ্রাসায় সকাল সোয়া ১০টায় আনোয়ার হোসেন ভূঁইয়ার কর্মীরা কেন্দ্রটি দখল করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সেখানে দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।
অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের খরগোপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্র দখল করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ১০ জন আহত হয়।