নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা
নরসিংদীর রায়পুর উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে হোসেন আলী (৫৫) একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন আলীর বাড়ি মধ্যনগর গ্রামে।
তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, আওয়ামী লীগের সমর্থকরা হোসেনকে কুপিয়ে হত্যা করেন। তাঁদের মতে, দুপুরে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকদের জাল ভোট দিতে বাধা দেন হোসেন আলী। এ সময় আওয়ামী লীগের সমর্থকরা তাঁকে কুপিয়ে আহত করে। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার উদ্দিন বলেন, দুর্বৃত্তরা হোসেন আলীকে কুপিয়ে হত্যা করে।
এদিকে রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বিপ্লব ও তাঁর ছোট ভাই সোহাগকে আওয়ামী লীগ সমর্থকরা কুপিয়ে আহত করেছে বলে জানা গেছে। তাঁদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।