রামগতিতে দুটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পূর্ব চরসীতা আলহাজ প্রফেসর এটিএম আইউব মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং পশ্চিম চরসীতা ডা. তোহফা-ই-আইউব মহিলা মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে এ উপলক্ষে পূর্ব চরসীতা নবগঠিত আলহাজ প্রফেসর এটিএম আইউব মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের দাতা অধ্যাপক এটিএম আইউবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, রামগতির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেলোয়ার হোসেন, কমলনগরের ইউএনও আবদুল আউয়াল, রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রবীন্দ্র চাকমা, চরবাদাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ মোল্লা, কমলনগরের তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় এখানকার মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছিল। এই বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে পড়বে।