নড়াইলে কালবৈশাখীতে প্রাণ গেল তিন শিশুর
নড়াইল সদর উপজেলায় কালবৈশাখীতে ঘরে চাপা পড়ে তিন শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলো—সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের নাবেদ উদ্দিনের ছেলে আলহাজ (৬), মেয়ে পিয়ারী খানম (১৩) ও রামশিদি গ্রামের শংকর বিশ্বাসের মেয়ে দীপালি (১১ দিন)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কালবৈশাখীর সময় গাছ ভেঙে ওই তিন শিশুর ঘরে পড়ে। এতে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, কালবৈশাখীতে বাগডাঙ্গা, রামশিদিসহ অন্তত ৫০টি গ্রামে বহু ঘরবাড়ি, গাছ উপড়ে গেছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে অর্ধশতাধিক গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে বিদ্যুৎ লাইন সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
কয়েকজন কৃষক জানিয়েছেন, গতকালের আকস্মিক ঝড়ে আম, লিচু, জামরুলসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিমা খাতুন তিন শিশু নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে জানতে চাইলে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নড়াইল আঞ্চলিক অফিসে যোগাযোগ করা হলেও কোনো কর্মকর্তা কথা বলেননি।