লাঙ্গলবন্দের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে গতকাল শুক্রবার পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত হোসেন খানকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়ার কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে আরো রয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান, পুলিশ সুপারের একজন প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন উপপরিচালক, সিভিল সার্জনের একজন প্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী এবং লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির একজন প্রতিনিধিসহ মোট সাত সদস্য।
কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে জানিয়ে ইশরাত হোসেন খান সাংবাদিকদের জানান, আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করবে কমিটি। এ ছাড়া পরে যথাযথ কার্যক্রমের মাধ্যমে তদন্তকাজ পরিচালনা করা বলেও জানান তিনি।
এদিকে পদদলিত হয়ে ১০ জন নিহত হওয়ার ঘটনায় আহতদের মধ্য থেকে মালতি রানী নামে এক নারীর খোঁজ পাচ্ছেন না তাঁর স্বজনরা। গাইবান্ধার চকবরুণ এলাকার ওই নারীর ছেলে স্বপন কুমার সাহা আজ শনিবার দুপুরে এই অভিযোগ করেন।