নরসিংদীতে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
নরসিংদীতে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আজ রোববার দুপুরে এই রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামির নাম মনির হোসেন (২৫)। তাঁর বাড়ি জেলার শিবপুর উপজেলার বৈলাব গ্রামে। মামলায় অপর আসামি মনির হোসেনের ছোট ভাই জাহিদ হোসেন বেকসুর খালাস পায়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মার্চ শিবপুর সরকারি শহিদ আসাদ কলেজের এক ছাত্রীকে অপহরণ করে মনির হোসেন। অপহরণের পর ধর্ষণ করে। এই ঘটনায় ওই ছাত্রী শিবপুর থানায় একটি ধর্ষণ মামলা করে। আদালত ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শরীফুল ইসলাম চৌধুরী দর্পণ। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মোবারক হোসেন মোমেন।