দুই বাসের সংঘর্ষ, ট্রাক ও একটি বাস খাদে
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে আজ শনিবার বিকেলে ইলিশ পরিবহনের দুটি বাসের সংঘর্ষ হয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকসহ একটি বাস গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভাগ্যক্রমে ইলিশ পরিবহনের দুটি বাসের প্রায় ৭০ যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল জানান, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঢাকাগামী ইলিশ পরিবহনের বিপরীতমুখী দুটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকাগামী ইলিশ পরিবহনের বাসটি সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকসহ গভীর খাদে পড়ে যায়।
সংঘর্ষের ঘটনায় মাওয়াগামী ইলিশ পরিবহনের অপর বাসটি সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। খাদে পড়ে যাওয়া ট্রাক ও যাত্রীবোঝাই বাসটি খাদ থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বাসযাত্রীদের উদ্ধার করে। এ সময় তাঁদের স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে যাত্রীরা নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।