মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে আহত ১৫
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতুব্দী ইউনিয়নের ভাসানচর গ্রামে গত দুদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা উলফাত আরা বেগম এনটিভি অনলাইনকে বলেন, গত শুক্র ও শনিবার পাগলা কুকুরে কামড়ের পর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলেও ভ্যাকসিনের অভাবে তাঁদের যথাযথ চিকিৎসা দেওয়া যায়নি।
আহতদের মধ্যে ইলমা আক্তার (৫), রহিমুন্নেসা (৬৩), নাদিয়া আক্তার (২০), জাসিয়া বেগম (২১) ও মাহমুদা বেগমকে (২৫) ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।