টাঙ্গাইলে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তির নাম আবুল হোসেন (৫৫)। আজ সোমবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় প্রদান করেন।
এ ছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি নিহতের সতীন জালানী বেগমকে খালাশ দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, টাঙ্গাইল জেলার সদর উপজেলার করটিয়া কলেজপাড়া এলাকার দুদু মিয়ার মেয়ে খোদেজার সাথে একই জেলার বাসাইল উপজেলার সোনালিয়া উত্তরপাড়া গ্রামের মিয়া চাঁনের ছেলে আবুল হোসেনের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী আবুল হোসেন স্ত্রী খোদেজাকে প্রায়ই নির্যাতন
করতেন। এরই ধারাবাহিকতায় ব্যবসার জন্য ১০ হাজার টাকা দাবি করে খোদেজাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন আবুল।
এরপর ১৯৯৮ সালের ১৫ জুলাই খোদেজা বাবার কাছ থেকে তিন হাজার টাকা এনে দিলে স্বামী আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী খোদেজাকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনার পর নিহত খোদেজার চাচা শহিদুল ইসলাম বাদী হয়ে বাসাইল থানায় আবুল হোসেন ও তাঁর অপর স্ত্রী জালানী বেগমকে আসামি করে হত্যা মামলা করেন।
আলোচিত এই হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট এ কে এম নাছিমুল আক্তার। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুল বাকী মিয়া।