ভোটে হেরে ইউএনও অফিসে হামলা, আহত ১৫
টাঙ্গাইলের দেলদুয়ারে এক পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সমর্থকরা ইউএনও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
সংঘর্ষে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওসমান গনিসহ অন্তত ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন কবির জানান, আজ সোমবার সকাল ১০টার দিকে আটিয়া ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেন আজাদ পুনরায় ভোট গণনার দাবিতে উপজেলা পরিষদের সামনে মিছিল করতে থাকে। এর একপর্যায়ে তাঁর সমর্থকরা উপজেলা নির্বাচন অফিস ও ইউএনও অফিস ঘেরাও করে।
এ সময় পুলিশ বাধা দিলে একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। তখন বিক্ষুদ্ধ জনতা ইউএনও অফিসের নিচতলায় ব্যাপক ভাঙচুর চালায় এবং সেখানে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত শনিবার দেলদুয়ার উপজেলার আটটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক বেসরকারিভাবে নির্বাচিত হন। আর পরাজিত সাজ্জাদ হোসেন আজাদ এরপর থেকেই পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আসছেন।