নরসিংদীতে সরকারি সব সুবিধা বহালের দাবি পৌরকর্মীদের
নরসিংদীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন সুবিধাসহ সব সুবিধা সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখাসহ ছয়টি পৌর শাখা এ মানববন্ধন করে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশনসহ শতভাগ সরকারি সুবিধা সরকারি কোষাগার থেকে দিতে হবে।
মানববন্ধন শেষে নরসিংদী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের নরসিংদী জেলা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদবৎ, প্রচার সম্পাদক হোসাইন লিটন, নরসিংদী পৌরসভার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ঘোড়াশাল পৌরসভার সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন প্রমুখ।