নরসিংদীতে শিশু সন্তান হত্যা মামলায় মাসহ দুজনের ফাঁসি
নরসিংদীর পলাশে শিশু সন্তান সানাউল্লাহ (৬) হত্যা মামলায় মা জাহানারা আক্তার ওরফে গুলু ও তাঁর কথিত প্রেমিক হানিফ শেখকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এই আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ৫ অক্টোবর শিশু সানাউল্লাহ বাড়ি থেকে নিখোঁজ হয়। ৮ অক্টোবর পাশের জঙ্গল থেকে সানাউল্লাহর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা চারু মিয়া মামলা করেন। পুলিশ তদন্ত করে জানতে পারে শিশুটির মা জাহানারা ও তাঁর কথিত প্রেমিক হানিফ শেখের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে সানাউল্লাহকে হত্যা করা হয়। পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ জাহানারা ও হানিফ শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া হানিফ শেখের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়ায়। জাহানারার বাড়ি উপজেলার টান চলনা গ্রামে।
জাহানারার স্বামী চারু মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘোড়াশাল উত্তর চরপাড়ার নূর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।