মানিকগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেপ্তার
মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রাম থেকে ১০০টি ইয়াবাসহ মো. রুবেল দেওয়ান (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রুবেল ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিষমপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর রাত ১২টার দিকে তাঁকে থানায় নেওয়া হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, চেগারঘোনার কামরুলের পোলট্রি ফার্মের সামনে জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় রুবেলের শরীর তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। এ ঘটনায় তাঁকে আটক করে ইয়াবাগুলো জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।