সব বিষয়ে ভালো করেছে রাজশাহী
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার বিষয়ভিত্তিক সবচেয়ে ভালো ফল করেছে রাজশাহী রোর্ডের পরীক্ষার্থীরা। ইংরেজি, পদার্থ, রসায়ন, শারীরিক শিক্ষাসহ সব বিষয়েই এ বোর্ডের পরীক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি।
আজ বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইংরেজি বিষয়ে রাজশাহী বোর্ডের পরীক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি, ৯৯ দশমিক ১৮ ভাগ। এ বিষয়ে সিলেট বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ৮২, যশোরের ৯৮ দশমিক ৬৪, মাদ্রাসা বোর্ডের ৯৮ দশমিক শূন্য ৫ ও বরিশাল বোর্ডের ৯৮ দশমিক শূন্য ৩ ভাগ।
পদার্থ ও রসায়ন বিদ্যা বিষয়েও রাজশাহী বোর্ডের পরীক্ষার্থীরা এগিয়ে। এ দুই বিষয়ে এ বোর্ডের পরীক্ষার্থীদের পাসের হার ৯৯ দশমিক ৬৬ ভাগ। এর পরেই যশোর বোর্ডের পরীক্ষার্থীরা এ দুই বিষয়ে ভালো ফল করেছে। তাদের পাসের হার পদার্থ ও রসায়নে যথাক্রমে ৯৯ দশমিক ৩৫ এবং ৯৯ দশমিক ৪১ ভাগ।
শারীরিক শিক্ষা বিষয়েও ভালো করেছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। তাদের পাসের হার ৯৯ দশমিক ৮৪ ভাগ। এ বিষয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থীরা। এ বিষয়ে এ দুই বোর্ডের পাসের হার যথাক্রমে ৯৯ দশমিক ৬৫ এবং ৯৯ দশমিক ৬১ ভাগ।
শুধু গণিত বিষয়ে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীরা ছাড়িয়ে গেছে রাজশাহী বোর্ডের পরীক্ষার্থীদের। এ বিষয়ে রাজশাহীর ৯৭ দশমিক শূন্য ১ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীরা ৯৭ দশমিক ৯৯ ভাগ কৃতকার্য হয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে। এ বিষয়ে ৯৬ দশমিক ৮১ ভাগ নিয়ে তৃতীয় অবস্থানে আছে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা।