চাকরি স্থায়ী করার দাবিতে নরসিংদীতে নকলনবিসদের সভা
নরসিংদীতে চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের নকলনবিসরা এই আলোচনা সভায় অংশ নেন।
আজ বুধবার দুপুরে সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন নকলনবিসরা।
নরসিংদী জেলা এক্সটা মোহরার (নকলনবিস) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কাজী হাসিবুলের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন সংগঠনের উপদেষ্টা রোমানা সরকার, সদর কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ শত শত নকলনবিস।
আলোচনা সভায় বক্তারা বলেন, নকলনবিসরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত কাজ করে চলেছেন। সেই কাজের ধারাবাহিকতায় সরকারের কোটি কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে। অথচ তাঁরা বেতন ভাতা পাচ্ছেন না। ১৩ মাস ধরে তাঁদের বেতন বন্ধ। পরিবার নিয়ে রাস্তায় নামার উপক্রম হয়েছে। তার মধ্যে চাকরির কোনো নিশ্চয়তা নেই। তাই সরকারের কাছে তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধসহ চাকরি স্থায়ী করা হোক।