নরসিংদীতে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নরসিংদীর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে এক আলোচনা সভা করেছে স্থানীয় যুবলীগ। গতকাল বুধবার জেলার মাধবদী পৌরসভার আনন্দী মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী সদর ও শহর যুবলীগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী থানা যুবলীগের সভাপতি জাকীর হোসেন। প্রধান বক্তা হিসেবে সভায় বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ গোস্বামী।
সভায় বক্তারা বলেন, ব্যক্তিস্বার্থের জন্য নয়, দেশের উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করতে হবে। দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের বিজয়ী করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হলে সেখানকার নেতাদের জবাবদিহি করতে হবে বলে জানানো হয়। আর দলের বিরুদ্ধে কাজ করলে তাঁদের সংগঠন থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন থানা যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু, মাধবদী শহর যুবলীগের সভাপতি মো. হায়দার আলী, বিপ্লব সরকার, নয়ন মিয়াসহ যুবলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।