টাঙ্গাইলে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু
টাঙ্গাইলের চারটি উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ও আজ শুক্রবার সকালে এসব ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আনিসুর রহমান (১৪), লিমা (১৩), মতিয়ার রহমান (২৭), কাদের তরফদার মোতালেব (৪৬) ও ১০ বছর বয়সী এক শিশু।
খোঁজ নিয়ে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জাহিদুজ্জামান জুয়েল বলেন, উপজেলার খড়ক গ্রামের আবদুস ছালামের ছেলে আনিসুর রহমান জমি থেকে ধানের বোঝা আনার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই সময় পৌরসভার পলিশা এলাকার মোকলেছুর রহমানের মেয়ে লিমা বাড়ির উঠান থেকে ধান নেওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এদিকে, দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিকসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মতিয়ার রহমান। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চাকতেলী এলাকার সেকান্দার আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, দেলদুয়ার দক্ষিণপাড়া এলাকার সাদেক মুহুরির বাড়িতে কিছুদিন আগে সিরাজগঞ্জের ধান কাটার তিন শ্রমিক কাজ নেন। সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে ধান কাটা শেষে শ্রমিকরা ক্ষেতের পাশে একটি বাড়িতে অবস্থান নেন। বৃষ্টির একপর্যায়ে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে শ্রমিক মতিয়ার মারা যান। অপর দুই শ্রমিকসহ পাশের বাড়ির শেহরাতৈল এলাকার নয়ন মিয়ার মেয়ে মুক্তা আহত হয়। রাতেই তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের আনালিয়াবাড়ী এলাকার কাদের তরফদার মোতালেব নামের এক ধান কাটার শ্রমিক মারা গেছেন। জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সখীপুর উপজেলার পৌর শহরের গড়গোবিন্দপুর মাজারপাড় এলাকায় এক শিশু বজ্রপাতে মারা যায়। তার বয়স ছিল ১০ বছর।