নরসিংদীতে পূজা উদযাপন কমিটির নেতার বাড়িতে ডাকাতি
নরসিংদীর পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি অর্চন রায়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্র দেখিয়ে জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে যায়।
গতকাল শনিবার রাতে উপজেলার নতুন বাজার এলাকায় নিজ বাড়িতে এই ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতির সময় অর্চন রায় বাড়িতে ছিলেন না। ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ।
অর্চন রায়ের স্ত্রী সুমা রায় জানান, শনিবার রাত ৮টার সময় বাসার কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুললে আটজন যুবক পিস্তল ও চাপাতি নিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় তাঁকে ও দুই সন্তানকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে দরজা বন্ধ করে দেয়। তিনি ভয়ে চিৎকার দিলে তিনতলার ভাড়াটিয়া লক্ষ্মী রানী এসে দরজা নক করলে তাঁকেও অস্ত্র দেখিয়ে জিম্মি করে। এরপর ডাকাতরা তাঁদের সবাইকে হাত-মুখ বেঁধে পাশের কক্ষে বন্দি করে ঘরের আলমারি ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, তিনি বলেন, এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
এদিকে এ ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।