নাশকতার অভিযোগে আটক ৩০
মেহেরপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে নাশকতাবিরোধী অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ জানান, সদর থানা থেকে আটজনকে, গাংনী থেকে ১৬ জনকে ও মুজিবনগর থেকে চয়জনকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে দুজন জামায়াতকর্মী এবং বাকিরা বিএনপির কর্মী-সমর্থক।
আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ৩০ জনকেই আদালতে সোপর্দ করা হবে বলে জানান এএসপি।